Cantonment Public School & College, Jahanabad
Cantonment Public School & College
Jahanabad Cantonment, Khulna
College Code: 4053 | EIIN - 132029 |


LogIn
একুশে ফেব্রুয়ারি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
একুশে ফেব্রুয়ারি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

আসসালামু আলাইকুম, 

একুশে ফেব্রুয়ারি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাহানাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (বাংলা ও ইংলিশ ভার্সন) এ প্রামাণ্যচিত্র  প্রদর্শন, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 

"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি,
আমি কি ভুলিতে পারি..."

একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির আত্মত্যাগের প্রতীক, ভাষার জন্য রক্ত দেওয়ার গৌরবময় ইতিহাসের দিন। ১৯৫২ সালের এই দিনে সালাম, রফিক, বরকত, জব্বারসহ নাম না জানা অনেক তরুণ বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে বুকের তাজা রক্ত ঢেলে দেন। তাদের আত্মত্যাগের পথ ধরে আমরা পেয়েছি আমাদের মাতৃভাষার অধিকার।

১৯৯৯ সালে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে "আন্তর্জাতিক মাতৃভাষা দিবস" হিসেবে স্বীকৃতি দেয়, যা এখন বিশ্বব্যাপী ভাষার বৈচিত্র্য ও সংরক্ষণের গুরুত্ব স্মরণ করিয়ে দেয়।

শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করি ভাষা শহীদদের।

আসুন, মাতৃভাষার মর্যাদা রক্ষা করি এবং সকল ভাষার প্রতি সম্মান প্রদর্শন করি।

"বাংলা আমার অহংকার"
 

CONTACT US

ADDRESS

Jahanabad Cantonment
Khulna

PHONE NO.

01769564544

01769564543

EMAIL

cpsc.khulna@gmail.com